র‌্যাবের বিরুদ্ধে কোনও অভিযোগ শুনতে চাই না: ডিজি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২১শে মার্চ ২০২৩


র‌্যাবের বিরুদ্ধে কোনও অভিযোগ শুনতে চাই না: ডিজি
র‍্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। ছবি: সংগৃহীত

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন ক্যাম্প ইনচার্জদের উদ্দেশ্যে বলেছেন, আমি আপনাদের বিরুদ্ধে অভিযোগ আর শুনতে চাই না। এ দেশের জনগণের টাকায় আপনাদের বেতন হয়।


সোমবার (২০ মার্চ) রাজধানীর কুর্মিটোলার র‍্যাব সদর দফতরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে র‍্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


র‌্যাবের ডিজি বলেন, অসহায় মানুষ অবশ্যই আমাদের কাছে আসবে। আমরা তার কথা শুনব এবং আইনের মাধ্যমে ওই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের এখন অনেক সমস্যা। সমাজে নৈতিক মূলবোধ্যের অবক্ষয় হয়েছে। এটা আমরা সবাই উপলব্ধি করি। আমরা যারা পোশাকধারী রয়েছি; যারা চাকরি করি; আমাদের পরিবার অনেকটা নিরাপদ।


র‌্যাবের মহাপরিচালক বলেন, মানুষ কোথাও ব্যবসা করতে গিয়ে টাকা দিয়ে টাকা পাচ্ছে না। জমির টাকা দিচ্ছে জমি পাচ্ছে না। ফ্ল্যাট বুকিং দিয়ে টাকা দিচ্ছে; কিন্তু ফ্ল্যাট পাচ্ছে না। এরকম ভিকটিম আমাদের কাছে আসলে আমরা বলি; থানায় যান জিডি করেন। কিন্তু মানুষ সেখানে গিয়েও কোনো সুরাহা পায় না। কিন্তু আমি শুধু আমাদের সদস্যদের বলব; অসহায় মানুষ অবশ্যই আমাদের কাছে আসবে। আমি তার কথা শুনব এবং আইনের মাধ্যমে ওই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।


র‌্যাবের সকল সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষ যেনো বলতে পারে; র‌্যাবের কাছে গেলে আমি আমার সকল কথা বলতে পারি। র‌্যাবের কাছে গেলে আমার স্বস্তি লাগে। আমি কিন্তু বেশ কয়েকটি ক্যাম্পের খবর পেয়েছি। ক্যাম্প ইনচার্জ যারা, তারা মানুষকে সহযোগিতা করেন না। কিন্তু সিওদের (অধিনায়ক) কাছে গেলে তারা সহযোগিতা করেন।