বিএসএমএমইউতে ফরেনসিক মেডিসিন বিভাগে এমডি রেসিডেন্সি ২য় ব্যাচের নবীনবরণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৪২ পূর্বাহ্ন, ২১শে মার্চ ২০২৩


বিএসএমএমইউতে ফরেনসিক মেডিসিন বিভাগে এমডি রেসিডেন্সি ২য় ব্যাচের নবীনবরণ
ফরেনসিক মেডিসিন বিভাগে এমডি রেসিডেন্সি দ্বিতীয় ব্যাচের নবীনবরণ ও সেমিস্টারের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফরেনসিক মেডিসিন বিভাগে এমডি রেসিডেন্সি দ্বিতীয় ব্যাচের  নবীনবরণ ও সেমিস্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। 


সোমবার (২০ মার্চ) এ নবীনবরণ ও সেমিস্টারের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহ আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যগণ, কোষাধ্যক্ষ, প্রক্টর ও উক্ত বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষা কার্যক্রমের দরকারে প্রয়োজনীয় মর্গের ব্যবস্থা করা, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগদানসহ উক্ত বিভাগের উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দেন।


তিনি সিনিয়র শিক্ষার্থীদের নতুন সেমিস্টারে অধ্যয়নরত জুনিয়র শিক্ষার্থীদেরও শিক্ষাদানে সহায়তা করার আহ্বান জানান। 


তিনি আরও বলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়নে আউটকাম বেইজড এডুকেশন শীঘ্রই চালু করা হবে।