সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৭ পূর্বাহ্ন, ২১শে মার্চ ২০২৩


সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে  প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের
ফাইল ছবি

সিলেট নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে প্রাণ গেছে দুই নির্মাণ শ্রমিকের। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সবুজবাগ এলাকায় একটি ভবনের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার বিয়াবাইলের জাহিদ (২৭) ও বিয়ানীবাজার উপজেলার গোলঘাটের সাদিক (২৫)।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সবুজবাগ আবাসিক এলাকার ১ নম্বর রোডের ৭/বি নম্বর বাসায় ভবন নির্মাণের কাজ চলছে। সোমবার সকালে ওই ভবনে কাজ করতে গিয়ে প্রাণ হারান দুই নির্মাণ শ্রমিক।


জানা যায়, ভবনের বেইজের ঢালাইয়ের জন্য খোড়া গর্তে বৃষ্টির পানি জমে যায়। সোমবার সকালে ওই দুই শ্রমিক পানি নিষ্কাশনে পাম্প ব্যবহার করার চেষ্টা করেন। পানিতে পাম্প রেখে বিদ্যুতের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্যান্য শ্রমিকরা তাদেরকে সঙ্গে সঙ্গে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, বৈদ্যুতিক লাইনে সম্ভবত লিক ছিল। ফলে এ ঘটনা ঘটেছে।