শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ১৪৮ পরিবার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৬ পূর্বাহ্ন, ২১শে মার্চ ২০২৩


শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ১৪৮ পরিবার
ছবি: জনবাণী

মুজিবশতবর্ষ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ১৪৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। 


আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের পর ১৪৮ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর চাবি হস্তান্তর করা হবে।


সোমবার (২০ মার্চ) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী মাহমুদ রাজিব মিঠুন।


তিনি আরও জানান, আগামী ২২ মার্চ শ্রীমঙ্গলে তৃতীয় ও চতুর্থ পর্যায়ের ১৪৮টি ঘর হস্তারন্তর করা হবে। তন্মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকায় ১০৮টি, জাম্বুরাছড়া ২৪ টি, খলিলপুর ১০টি এবং টিকরিয়া এলাকায় ৬টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এর আগে ৬৫০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। 


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো.ছমরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলসহ গণমাধ্যমকর্মীরা।