বাংলাদেশের প্রতি আরাভ খানের খোলা চিঠি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৩


বাংলাদেশের প্রতি আরাভ খানের খোলা চিঠি
আরাভ খাম

এবার বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে খোলা চিঠি দিয়েছেন পুলিশ হত্যা মামলার আসামি  স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান।


সোমবার (২০ মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে এ খোলা চিঠি দেন তিনি।


আরাভ তার ফেসবুক পোস্টে লেখেন, আসসালামু আলাইকুম। আমি আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সর্বদাই আমার দোয়া থাকবে আপনাদের উপর। আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন আমি বাঁচি আর না বাঁচি এ কথা আমার মনে থাকবে। জানি না আমার জীবনে আমি জেনে না জেনে যে ভুলগুলো করেছি আপনারা যারা আমার পাড়া প্রতিবেশী এবং আমাকে যারা চিনেন যাদের সঙ্গে আমার কোনো অন্যায় হয়ে থাকে তারা আমাকে মাফ করে দিবেন। দেশবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী।  


আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি জানি না কাল আমার সঙ্গে কি হবে কিন্তু আমি চাই ন্যায্য বিচার সেটা হয়তোবা সম্ভব না। যাইহোক আল্লাহ একজন আছে এই বিচার আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম।


সম্প্রতি দুবাইয়ে নিজের স্বর্ণের দোকান উদ্বোধন করাতে শাকিব আল হাসান এবং হিরো আলমকে নিয়ে যাওয়ায় আরাভ খান যে পুলিশ হত্যা মামলার আসামি তা প্রকাশ্যে আসে। এ নিয়ে তোলপাড় শুরু হয়। তাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে।