ঘোড়াঘাটে মুদি দোকানের সামগ্রী বিতরণের উদ্বোধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৩
দিনাজপুরের ঘোড়াঘাটে শিশুদের কল্যাণে আয় বৃদ্ধির উদ্দেশ্যে ৬০ জন হতদরিদ্র পরিবারের মাঝে মুদি দোকানের সামগ্রী, কাপড় ও চুন বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) বিকাল ৩ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির আয়োজনে মারিয়ামপুর মিশন স্কুলে মাঠে এসব মুদি দোকানের সামগ্রী ও উপকরণ বিতরনের উদ্বোধন করেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন।
এ সময় ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট এপির প্রোগ্রাম অফিসার মারিও মার্ডী, জেমস্ তপন মন্ডল, মোঃ হারুনুর রশিদ, ষ্টেলা সরেন, স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার রায়মন্ড হাঁসদা, সিস্টেম সাপোর্ট অফিসার এলভিনা হাঁসদা, ফাইন্যান্স অফিসার অভিজিৎ ঘোষসহ গ্রাম উন্নয়ন কমিটি ও ইউ পিজি পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেন।