ঢামেকের সামনের ডিভাইডার সরাল দক্ষিণ সিটি করপোরেশন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ডিভাইডার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(২১ মার্চ) এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএসসিসির সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, মেডিকেল একটি গুরুত্বপূর্ণ জায়গা। দেশের বিভিন্ন জায়গা থেকে রোগীদের দ্রুত সেবা পাওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়। কিন্তু জরুরি রোগী প্রবেশে এই রোড ডিভাইডার বাধা হয়ে দাঁড়িয়েছে। রাস্তাও ছোট হয়ে গিয়েছিল। এর ফলে যেমন জরুরি রোগী হাসপাতালে প্রবেশ করতে বাধাগ্রস্ত হচ্ছে তেমনি যানজটের সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরামর্শ ছাড়াই এখানে এই রোড ডিভাইডারটি লাগানো হয়েছিল। এটি তুলে দেওয়ায় এখানে যানজট এবং দ্রুত হাসপাতালে রোগী প্রবেশে সহায়ক হবে।