সায়েন্সল্যাব বিস্ফোরণে আহত সেই ঢাবি ছাত্র মারা গেছেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৬ এএম, ২২শে মার্চ ২০২৩

রাজধানীর সায়েন্সল্যাব ভবনে বিস্ফোরণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নূর নবী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। নূর নবী বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হলে থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ মার্চ বিস্ফোরণের সময় তিনি ভবনটির নিচে ছিলেন নূর নবী। বিস্ফোরণে তার মাথায় ভারী জিনিস পড়ে। এতে তার মাথা ফেটে যায় এবং ডান পা ভেঙে যায়।