রোহিঙ্গা ক্যাম্পে দুস্কৃতিকারিদের গুলিতে নিহত ২


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৪ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৩


রোহিঙ্গা ক্যাম্পে দুস্কৃতিকারিদের গুলিতে নিহত ২
রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুস্কৃতিকারিদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১ জন।


মঙ্গলবার (২১ মার্চ) বেলা একটার দিকে উখিয়ার তাজনিমারখোলা এলাকার ১৩ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।


নিহতরা হলেন, ১৩ নম্বর ক্যাম্পের জি ব্লকের বেসা আলির ছেলে মো. রফিক (৩২), একই ক্যাম্পের মাহমুদ হাসানের ছেলে মো. রফিক (৩০)।


আহত হয়েছেন একই ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে মো: ইয়াছিন (২৮)।


উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, দুপুরে ৫-৬ জন অজ্ঞাত সশস্ত্র দুস্কৃতিকারি ১৩ নম্বর ক্যাম্পে হামলা চালায়। এসময় রফিক নামের ২ জন এবং ইয়াছিনকে লক্ষ্য করে গুলি করে। এসময় মো. রফিক (৩২) এর বুকের বাম পাশে গুলি লাগে। 


তাকে পাশের এনজিও হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। অপর রফিক (৩০) এর ডান চোখের উপরে গুলি লেগে মাথার পিছন দিয়ে বের হয়ে যায় এবং বাম হাতের কব্জির উপরে গুলি লাগে। তিনি ঘটনাস্থলে মারা যান। এছাড়া ইয়াছিন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


ওসি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।


এনিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ক্যাম্পে ১৮ টি খুনের ঘটনা ঘটেছে।


আরএক্স/