হত্যা মামলার আসামি ধরতে কৃষকের ছদ্মবেশে ধরল পুলিশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


হত্যা মামলার আসামি ধরতে কৃষকের ছদ্মবেশে ধরল পুলিশ

দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন হত্যা মামলার এক আসামি। তবে পুলিশের কাছে তথ্য আছে, এই বোরো মৌসুমে হত্যা মামলার সেই আসামি মাঝেমধ্যে গোপনে বাসায় এসে ধান চাষ করে আবার আত্নগোপনে চলে যান।

ধানখেত এলাকায় পুলিশ দেখতে পেলেই পালিয়ে যাবেন। তাই লুঙ্গি-গামছা পরে কৃষক সেজে আসামি ধরেছে পুলিশ।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়ার একটি ধানখেত থেকে মোস্তফাকে (৪০) গ্রেফতার করা হয়।

আটক মোস্তফা সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মুনসুর আলীর ছেলে।

কৃষকের ছদ্মবেশে হত্যা মামলার আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, ইসলামপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক। তিনি বলেন, ইসলামপুরের কাজিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৬ মাস আগে একজন খুন হয়।

এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত থাকায় মোস্তফার ওয়েরেন্ট হয়। দীর্ঘদিন থেকে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিশেষ পরিকল্পনা করে কৃষকের বেশে তাকে কাজিপাড়ার একটি ধানখেত থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, লুঙ্গি-গামছা পরে কৃষকবেশে আসামি ধরার অভিযানে নেতৃত্ব দেন, ইসলামপুর তদন্ত কেন্দ্রের এএসআই আতাউর রহমান। এ ছাড়া, তার সঙ্গে আরও তিন কনস্টেবল ছদ্মবেশ ধারণ করেছিলেন।

জি আই/