গোপালগঞ্জে সড়ক ও জনপদ অধিদফতরের ‘প্রাতিষ্ঠানিক গণশুনানি’ অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৮ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


গোপালগঞ্জে সড়ক ও জনপদ অধিদফতরের  ‘প্রাতিষ্ঠানিক গণশুনানি’ অনুষ্ঠিত
গোপালগঞ্জে ‘প্রাতিষ্ঠানিক গণশুনানি’

গোপালগঞ্জে সড়ক ও জনপদ অধিদফতর কর্তৃক আয়োজিত সড়কজন গোপালগঞ্জের আওতাধীন সকল দফতরের  জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ও পরিবীক্ষণ কার্যক্রম ২০২২-২৩ এর ক্রম: ৩.৩ অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে ‘প্রাতিষ্ঠানিক গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০ টায় গোপালগঞ্জ সড়ক ও জনপথ জোন অফিসের সম্মেলন কক্ষে এ ‘প্রাতিষ্ঠানিক গণশুনানি’ অনুষ্ঠিত হয়।


গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম।


এসময় সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, ফরিদপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, সওজ শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, গোপালগঞ্জ সওজ-এর সহকারী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, জোনের সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল, গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিএম জুবায়ের হোসেন, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাইদ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।