ধামরাইয়ে গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:০২ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


ধামরাইয়ে গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর
ছবি: জনবাণী

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ধামরাই উপজেলার ২০০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।


বুধবার (২২ মার্চ) ধামরাই উপজেলা অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।


এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ভাইস চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, ধামরাই অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান, বালিয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, কুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, সোমভাগ ইউপি চেয়ারম্যান প্রফেসর আওলাদ হোসেন প্রমুখ।