চট্টগ্রামের ৬০ গ্রামে তারাবি নামাজ শুরু, রাতে খাবেন সেহরি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:৩১ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


চট্টগ্রামের ৬০ গ্রামে তারাবি নামাজ শুরু, রাতে খাবেন সেহরি
ছবি: সংগৃহীত

২০০ বছরের ঐতিহ্যকে ধরে রেখে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ, রোজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন চট্টগ্রামের সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা। 


দরবারের অনুসারী ৬০ গ্রামে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা পালন শুরু হচ্ছে। আর আজ রাত থেকে তারাবির নামাজ শুরু করেছেন এসব গ্রামের বাসিন্দারা।


জানা গেছে, সাতকানিয়ার মির্জারখীল, এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়াসহ তৈলারদ্বীপের প্রায় ৬০ গ্রামের বাসিন্দারা আজ (বুধবার) রাতে তারাবির নামাজ ও বৃহস্পতিবার ভোর রাতে সেহরি খাবেন।


মির্জারখীল গ্রামের বাসিন্দা কামরুল হাসান বলেন, আমরা শুধু রোজা না সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি। বৃহস্পতিবার থেকে আমরা রোজা রাখব। তাই রাতে সেহরি খাবো। আর কিছুক্ষনের মধ্যে তারাবি নামাজ শুরু হবে।