চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু
ফাইল ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এবারেও চাঁদপুরের অর্ধশত গ্রামের বাসিন্দা রোজা পালন শুরু করেছে। 


বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রথম রোজা পালন করছেন এই মতবাদের অনুসারীরা। বুধবার(২১ মার্চ) সন্ধ্যায় সাদ্রা দরবার শরীফের পীরজাদা মাওলানা আরিফ চৌধুরী রোজা পালনের ঘোষণা দেন।


এ মতবাদের অনুসারীরা গণমাধ্যমকে জানান, তারা  এশার নামাজ শেষে রাত সাড়ে আটটায় তারাবির নামাজ আদায় করেছেন। এছাড়া ভোররাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন।


টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান একই তথ্য একই তথ্য জানিয়েছেন।


এদিকে, চাঁদপুরের ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের অর্ধশরত গ্রামে একই সময়ে রাজা রাখার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।


সাদ্রা দরবার শরীফের পীরজাদা মাওলানা আরিফ চৌধুরী গণমাধ্যমকে জানান, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে যেভাবে রমজান, পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করা হয়। আমরাও চন্দ্রমাস হিসেব করে ঠিক একই নিয়মে ধর্মীয় বিধানগুলো পালন করছি।


সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)১৯২৮ সাল থেকে এ অঞ্চলে পবিত্র রোজা, দুটি ঈদ ও ধর্মীয় আয়োজনসহ নানান উৎসব উদযাপন প্রচলন করেছেন। তার পর থেকে তার অনুসারীরা এমন নিয়ম চালু রাখেন।