শরীয়তপুরের ২০ গ্রামে রোজা শুরু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:১৯ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


শরীয়তপুরের ২০ গ্রামে রোজা শুরু
প্রতীকী ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের প্রায় ২০ গ্রামের মানুষ পবিত্র রমজান মাস পালন শুরু করছেন।


বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে প্রথম সেহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করেন তারা। 


জানা গেছে, শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই রমজান ও দুটি ঈদ পালন করে আসছে।


সুরেশ্বর দরবার শরীফের পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহিন নুরী জানান, জেলার সুরেশ্বর, কেদারপুর, হালৈসার, চাকধো, চন্ডিপুরসহ ২০ গ্রামের মানুষ বিগত ১০০ বছর ধরে সুরেশ্বরের ভক্ত আশেকানা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছে।


তিনি আরও জানান, চাঁদ কিন্তু একটাই, তাই পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে আমরা সেটাকেই অনুসরণ করে থাকি। আমাদের ভক্ত আশেকানসহ আমরা গতরাতে তারাবি নামাজ আদায় করেছি।