আগুন দেখতে এসে প্রাণ গেল ৩ জনের
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৩
ময়মনসিংহের গৌরীপুরে আগুন দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৩ অটোরিকশা যাত্রী মারা গেছেন। বুধবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়া জানান, গত বুধবার রাতে গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে মোদকপট্টি এলাকায় ভয়াবহ আগুন লেগেছে এমন খবর পেয়ে সেই আগুন দেখার জন্য সিধলা ইউনিয়নের ৫ জনের একটি দল অটোরিকশাযোগে শ্যামগঞ্জ বাজারের পথে রওনা হয়। বেলতলী এলাকার লাওহে মাহফুজ মাদ্রাসার সামনে অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে আবদুর রশিদের ছেলে হুমায়ূন মিয়া (২০), আবদুস ছাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২) ঘটনাস্থলেই মারা যান। আহত হন বেলতলী গ্রামের ইউনুস আলী ফকিরের ছেলে শামসু মিয়াসহ (৪২) আরও দুই থেকে ৩জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শামসু মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২৩ মার্চ) ময়মনসিংহ থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এ কে এম মঞ্জুরুল হক আকন্দ জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।