রমজানে ব্রয়লারের দাম কমছে ৪০ টাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৩


রমজানে ব্রয়লারের দাম কমছে ৪০ টাকা
খামারে পোল্ট্রি মুরগি। ফাইল ছবি

রমজান উপলক্ষে ব্রয়লার মুরগির দাম ৩০ থেকে ৪০ টাকা কমছে। দাম কমানোর ব্যাপারে সম্মত হয়েছেন ব্যবসায়ীরা।


বৃহস্পতিবার (২৩ মার্চ) কর্পোরেট পোল্ট্রি ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিকারের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।


এদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে ডাকা হয়েছিলো দেশের শীর্ষ চার কর্পোরেট পোল্ট্রি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ ও প্যারাগণ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডকে।


বৈঠকের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ফার্ম থেকে বাজারে ২২০-২৩০ টাকার বদলে ১৯০-১৯৫ টাকায় মুরগি বিক্রি করা হবে। যদি খাবারের দাম কমে তাহলে মুরগির দাম আরও কমে আসবে।


জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান জানান, মুরগির সর্বোচ্চ উৎপাদন খরচ ১৬০ টাকা, ফার্মে বিক্রি হচ্ছে ২২০ টাকা, পাইকারি বাজারে ২৪৯ ও খুচরায় বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকা। 


তিনি বলেন, যদি মুরগির বাজার নিয়ন্ত্রণে না আসে তাহলে আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করা হবে।