বেনাপোল দিয়ে ৪ মাস পর ফের চাল আমদানি শুরু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৭ পিএম, ২৩শে আগস্ট ২০২৫


বেনাপোল দিয়ে ৪ মাস পর ফের চাল আমদানি শুরু
ছবি: সংগৃহীত

চার মাস পর ফের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। প্রথম চালানে ৯টি ট্রাকে এসেছে ৩১৫ টন চাল।


বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চালবোঝাই ট্রাকগুলো বেনাপোলে পৌঁছায় বলে জানান বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।


বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, রাতেই আমদানিকৃত চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত ছাড়পত্র দেওয়া হয়েছে। এর ফলে দ্রুত ছাড়করণ প্রক্রিয়া শুরু হয়।


তিনি আরও জানান, এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ এ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।


আরও পড়ুন: সাতক্ষীরায় যুবদল নেতাকে জবাই করে হত্যা


আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজি মুসা করিম অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, প্রতিকেজি চালের আমদানি মূল্য নির্ধারণ করা হয়েছে শূন্য দশমিক ৪০৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৫১ টাকা। বাজারজাত করতে এর সঙ্গে পরিবহন, ট্যাক্স, গুদামভাড়া ও অন্যান্য খরচ যুক্ত হবে।


তিনি আরও জানান, ভারতীয় ৯টি ট্রাকে ৩১৫ টন মোটা চাল আমদানির জন্য মঙ্গলবার থেকেই পেট্রাপোল বন্দরে অপেক্ষায় ছিল। অবশেষে বৃহস্পতিবার রাতে বেনাপোল বন্দরে প্রবেশ করে। আরও কয়েকটি চালবোঝাই ট্রাক পেট্রাপোলে অপেক্ষমাণ রয়েছে, যেগুলোর ছাড়করণ প্রক্রিয়া চলছে।


বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, বাজার স্থিতিশীল রাখতে খাদ্য মন্ত্রণালয় বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতির জন্য ব্যবসায়ীদের কাছ থেকে আবেদন আহ্বান করে। চলতি বছরের ২৩ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত আবেদন নেওয়া হয়।


তিনি বলেন, “সে অনুমতি পাওয়ায় চার মাস বন্ধ থাকার পর ফের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হলো।”


এসএ/