সবজির আগুন দাম, ডিমের ডজন ১৫৫ টাকা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫২ পিএম, ২২শে আগস্ট ২০২৫


সবজির আগুন দাম, ডিমের ডজন ১৫৫ টাকা
ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারগুলোতে সবজির দাম এখন আকাশছোঁয়া। ৮০ থেকে ১০০ টাকার কমে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।


শুক্রবার (২২ আগস্ট) সকালে রাজধানীর রামপুরা বাজারে সবজি কিনতে এসে আলামিন নামের এক ক্রেতা বলেন, “শেষ কবে এত দামে সবজি কিনেছি মনে করতে পারছি না। বিক্রেতারা যা-ই বলছেন, সবকিছুর দাম যেন মুখস্থ বুলি। ১০০ টাকার নিচে কিছুই নেই।”


আরও পড়ুন: সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল


শুধু আলামিন নন, বাজারে আসা প্রায় সব ক্রেতাই সবজির চড়া দামে নাজেহাল। অনেকে অল্প কিনছেন, কেউ আবার খালি হাতে ফিরছেন। মুনি আক্তার নামের এক গৃহিণী বলেন, “আমাদের আয় সীমিত। সবজির দাম বাড়লে সংসারে অন্য খাতে চাপ পড়ে যায়। এখন কম কিনছি, কিন্তু একেবারে না কিনে তো রান্না করা যায় না।”


দাম বাড়ার কারণ: বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টিতে সবজিক্ষেত তলিয়ে যাওয়ায় উৎপাদন ও সরবরাহ কমে গেছে। ফলে বাজারে দাম বেড়েছে। সবুজ হোসেন নামের এক বিক্রেতা বলেন, “এখন কম উৎপাদনের মৌসুম। তার ওপর অস্বাভাবিক বৃষ্টিতে ক্ষতি হয়েছে জমির। এজন্য বাজারে সবজির সরবরাহ কম, দাম বেশি।”


বাজার পরিস্থিতি: আলু, কচু ও কাঁচা পেঁপে ছাড়া অন্য সব সবজির দাম ৮০ টাকার ওপরে। ঢ্যাঁড়স ও পটোল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০-১০০ টাকায়। বরবটি, বেগুন, উস্তা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল ও কাঁকরোলের দাম কেজিতে ১০০-১২০ টাকা। কাঁচামরিচের কেজি ২০০ থেকে ৩২০ টাকা—কয়েকদিন আগেও দাম ছিল ১৫০-১৬০ টাকা। চালকুমড়া প্রতিটি ৭০ টাকা, লাউ ১০০ টাকা, মিষ্টি কুমড়ার ফালি কেজি ৪০ টাকা। ডিম ও মুরগির দামও ঊর্ধ্বমুখী, সবজির সঙ্গে তাল মিলিয়ে ডিমের দামও ড়েছে। এক ডজন ডিম এখন ১৫০ থেকে ১৫৫ টাকা।খুচরা দোকানে প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়।


মাত্র এক মাস আগেই এক ডজন ডিমের দাম ছিল ১২০-১২৫ টাকা।


মালিবাগ বাজারের ডিম বিক্রেতা বুলু মিয়া জানান, “সবজির দাম বাড়লে ডিমের চাহিদা বেড়ে যায়। তার সঙ্গে বৃষ্টির কারণে সরবরাহেরও সমস্যা হয়েছে, তাই দাম বেড়েছে।”


এছাড়া ব্রয়লার মুরগির কেজি ১৭০-১৮৫ টাকা (এক সপ্তাহ আগের চেয়ে ১০-২০ টাকা বেশি) এবং সোনালি মুরগির কেজি ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। 

এসএ/