পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন গঠন করা হবে: বাণিজ্য উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৭ পিএম, ২১শে আগস্ট ২০২৫


পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন গঠন করা হবে: বাণিজ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতামূলক বাণিজ্য সম্প্রসারণে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পাশাপাশি দীর্ঘ দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন পুনরায় সক্রিয় করার কথাও জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার (২১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বাণিজ্য উপদেষ্টা। এর আগে তিনি নিজের কার্যালয়ে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠক করেন।


আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করল পাকিস্তান


শেখ বশিরউদ্দীন বলেন, “দুই দেশের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। খাদ্য ও কৃষি উন্নয়নে যৌথভাবে কাজ করতে চাই আমরা। আনারস রপ্তানি, চিনি উৎপাদনে সহযোগিতা, কৃষিজাত পণ্যে সমন্বয় এবং কিছু মধ্যবর্তীপণ্য যৌথ উৎপাদনের বিষয়ে দুই দেশই একমত হয়েছে।”


তিনি জানান, পাকিস্তানের আরোপিত হাইড্রোজেন পারঅক্সাইডের অ্যান্টি-ডাম্পিং ট্যাক্স প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। এছাড়া পাকিস্তানের বাজারে ডিউটি ফ্রি এক কোটি কেজি চা রপ্তানির প্রস্তাবও দেওয়া হয়েছে। এ সংক্রান্ত আরও কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানান তিনি।


আরও পড়ুন: পতেঙ্গা টার্মিনাল নিয়ে অপপ্রচার, বাস্তবে যা ঘটছে


পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ফলে ভারতের সঙ্গে বৈরিতা তৈরি হতে পারে কি না -এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এটা পররাষ্ট্র উপদেষ্টার বিষয়। আমরা দেশের স্বার্থেই বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নিচ্ছি।”


বাণিজ্য সচিব বলেন, প্রায় দেড় দশক ধরে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য কার্যত স্থবির ছিল। তবে এখন উভয় দেশই বাণিজ্য বাড়াতে আগ্রহী। বর্তমানে পাকিস্তানে বাংলাদেশের রপ্তানি তুলনামূলকভাবে কম, তাই এ উদ্যোগে বাংলাদেশের পক্ষে লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে।


আরও পড়ুন: এনআরবিসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত


সভায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এএস