বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করল পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৫ পিএম, ২১শে আগস্ট ২০২৫

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ও ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের মধ্যে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান তিনি।
জাম কামাল খান বলেন, বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই তৈরি পোশাক ও টেক্সটাইল খাতনির্ভর। তাই রপ্তানি বৈচিত্র্যকরণে একসঙ্গে কাজ করলে নতুন বাজার সৃষ্টি সম্ভব। ইউরোপ, কানাডা ও যুক্তরাষ্ট্রে নতুন ডিজাইনের পোশাকের চাহিদা বাড়ছে, যেখানে দুই দেশের উদ্যোক্তারা সহযোগিতা করলে উল্লেখযোগ্য সাফল্য আসতে পারে।
আরও পড়ুন: পতেঙ্গা টার্মিনাল নিয়ে অপপ্রচার, বাস্তবে যা ঘটছে
তিনি আরও উল্লেখ করেন, পূর্ব আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজারে রপ্তানি বৃদ্ধির জন্য বাংলাদেশ ও পাকিস্তানের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। পাশাপাশি সিমেন্ট, চিনি, পাদুকা ও চামড়ার মতো খাতে পাকিস্তান ভালো করছে, যা বাংলাদেশ আমদানি করতে পারে। অন্যদিকে বাংলাদেশের ওষুধ শিল্প পাকিস্তানের জন্য কার্যকর অবদান রাখতে পারে।
কৃষি খাতেও নতুন প্রযুক্তি ও মূল্য সংযোজনের মাধ্যমে দুই দেশের রপ্তানি সম্ভাবনা বাড়ানো সম্ভব বলে মত দেন জাম কামাল খান। তিনি জানান, শিগগিরই ঢাকায় পাকিস্তানের একক প্রদর্শনী (সিঙ্গেল কান্ট্রি এক্সিবিশন) আয়োজন করা হবে, যা দুই দেশের বেসরকারি খাতের সম্পর্ককে আরও মজবুত করবে।
আরও পড়ুন: এনআরবিসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, সংস্কৃতি ও জীবনাচরণের দিক থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনেক মিল রয়েছে।
তিনি জানান, বাংলাদেশে পাকিস্তানের টেক্সটাইল ও জুয়েলারি পণ্যের চাহিদা ব্যাপক। একইসঙ্গে তিনি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সই ও সরাসরি বিমান ও কার্গো যোগাযোগ চালুর মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: বাজারে জ্বালানি তেলের দাম কমবে কবে
এ সময় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্য ও পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএস