শ্রীপুরে মোবাইল কিনতে না পেরে অভিমানে কিশোরের আত্মহত্যা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৫ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৩


শ্রীপুরে মোবাইল কিনতে না পেরে অভিমানে কিশোরের আত্মহত্যা
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে বাবার কাছে  মোবাইল ফোন চাওয়া কে কেন্দ্র করে বাবা মোবাইল ফোন না দেওয়ার অভিমান করে রাকিব(১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।


ঘটনাটি ঘটেছে , বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে  উপজেলার জৈনা বাজার এলাকায় । নিজ ঘরে ফ্যানের সাথে ঝুঁলে আত্মহত্যা করে বলে জানান নিহতের বাবা। নিহত রাকিব নেত্রকোনা,বারহাট্রা উপজেলার মোঃ মালু মিয়ায় ছেলে। বাবার সাথে উপজেলার জৈনা বাজার এলাকার ব্যবসায়ী মাসুম আহমদের বাসায় ভাড়া থাকতেন। রাকিব মাসুম আহমদের নিজস্ব দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।


নিহতের বাবা আরাে জানান, বৃহস্পতিবার সকালে তার কাছে মোবাইল ফোন চাইলে ,বাবা নিষেধ করায় বাকবিতন্ডায় জরায় রাকিব, এক পর্যায় সে বাড়ির দিকে চলে আসে ,তার বাবাও কাজে চলে যায়। 


নিহত রাকিবের ছোট ভাই মাদ্রাসা থেকে ফিরে দরজা খুলতে গেলে তা ভেতর দিয়ে আটকানো থাকলে দরজার ফাঁক দিয়ে দেখে রাকিব ঝুলে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে  দরজা ভাঙ্গে, দড়ি কেটে নামিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরএক্স/