শেখ হাসিনা সরকারের কৃষি প্রণোদনা হবে কৃষকের ভাগ্য উন্নয়নের হাতিয়ার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২০ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৩


শেখ হাসিনা সরকারের কৃষি প্রণোদনা হবে কৃষকের ভাগ্য উন্নয়নের হাতিয়ার
গলাচিপায় কৃষকদের মাঝে ধান- বীজ, রাসায়নিক সার বিতরণের উদ্বোধন

আসন্ন আউস মৌসুমে গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচি খরিপ- ১ এর আওতায় ২২-২৩ অর্থ বছরে ১২টি ইউনিয়নের ও ১টি পৌরসভার প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে ধান- বীজ, রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ধান- বীজ, রাসায়নিক সার বিতরণের উদ্বোধন  করেন সংসদ সদস্য আলহাজ্ব এসএম শাহজাদা।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার প্রণোদনা দিয়ে কৃষকের মাঝে আউস,আমন বোরো ও রবি শস্যের নানাবিধ বীজ সার ও প্রশিক্ষণ দিয়ে কৃষকদের অর্থনৈতিক ভাবে অগ্রগতি করে যাচ্ছে। 

এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করে  উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার আরজু আক্তার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু.সাহিন, থানা অফিসার ইনচার্জ(ওসি) শোনিত কুমার গায়েন, আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন ও এমপির প্রতিনিধি উপজেলা কৃষি কমিটির সদস্য মো. কাওসার তালুকদার প্রমুখ। 

উল্লেখ্য প্রত্যেক কৃষককে পাঁচ কেজি আউস ধানের বীজ সহ ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃষক- কৃষাণীসহ কৃষি দফতরের প্রতিনিধিরা অংশ নেয়।