ভাঙ্গায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৫ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৩


ভাঙ্গায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত
ফাইল ছবি

ঢাকা -ভাঙ্গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে রাস্তা পারাপারের সময় এক পথচারী নিহত হয়েছে।  


বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে রাস্তা সময় বাঙ্গি ভর্তি একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।  


নিহিত ব্যক্তির নাম শাহিন শরীফ (২২)। তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘল কান্দা গ্রামের মহিদুল শরীফের ছেলে। 


শিবচর হাইওয়ে থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিন কিছুদিন যাবত অসংলগ্ন কথাবার্তা বলতো। এ ব্যাপারে শাহীন শরীফের মামা আবুল কালাম বাদী হয়ে শিবচর হাইওয়ে থানায় একটি মামলা করেছেন। 


শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মো. মোফাজ্জল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পিকআপ টি আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের মামা বাদী হয়ে মামলা করেছেন।