চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২৫শে মার্চ ২০২৩
বাজারে কমেনি ফার্মের মুরগির দাম, বিক্রি হচ্ছে আগের দামেই। সরেজমিনে কাপ্তান বাজার নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, মাত্র ১০ টাকা কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৬০-২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, মিলগেট থেকে মুরগি বিক্রি হওয়ার পর কয়েক হাত বদল হয়ে তাদের কাছে আসে। আজ সকালে তারা ১৪৮ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি কিনে এনেছেন। পাইকারি পর্যায়ে নতুন দাম এখনো কার্যকর হয়নি। তাই খুচরা বাজারে মুরগির দাম কমেনি।
তারা বলছেন, গতকাল ২৬০ টাকা কেজিতে মুরগিগুলো কিনে এনেছেন। আজ তা ২৭০ টাকা কেজি দরে বিক্রি করছেন। অন্যদিকে ১৪৮-১৫২ টাকা কেজি দরে যে মুরগিগুলো আজ সকালে এসেছে।
নতুন দাম কার্যকর হওয়ার পর ভোক্তা পর্যায়ে ২২০-২৩০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি হবে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতা আব্দুল। তিনি বলেন, এখনো আমরা নতুন দামে মুরগি কিনতে পারেনি। তবে দুয়েক দিনের মধ্যে নতুন দামে মুরগি আসা শুরু করবে।
ক্রেতারা বলছেন, নতুন দাম কার্যকর হলেও কোনো লাভ নেই। কারণ যে হারে দাম বেড়ে ১৫০ টাকার মুরগি কেজিতে ২৭০-২৮০ টাকা হয়েছে, সেই তুলনায় ৩০-৪০ টাকা দাম কমা কিছুই না। এছাড়া নতুন দাম কবে কার্যকর হবে তা নিয়েও ক্রেতাদের মনে অনিশ্চয়তা।