ব্যাটারির পানি পান করে মা-মেয়ের আত্মহত্যা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পূর্বাহ্ন, ২৬শে মার্চ ২০২৩


ব্যাটারির পানি পান করে মা-মেয়ের আত্মহত্যা
কুতুবদিয়া থানা

কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক কলহের জেরে ব্যাটারির পানি করে ১০ মাস বয়সী কন্যা শিশু নয়ন মণি (২০) নামে গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (২৫ মার্চ) সকালে র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 


মৃত ব্যাক্তিরা হলেন- কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ছাদের ঘোনা এলাকার এলাকার মো. রশিদ মানিকের স্ত্রী নয়ন মণি ও তাদের মেয়ে মেহের মণি। 


পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ মার্চ) বিকেলে মোবাইল ব্যবহার নিয়ে স্বামী মানিকের সঙ্গে স্ত্রী নয়ন মণির কথা কাটাকাটির একপর্যায়ে বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন নয়ন মণি। 


পরে বিকেলে বাড়িতে ব্যবহৃত সৌর বিদ্যুতের ব্যাটারির পানি পান করেন নয়ন মণি। ১০ মাস বয়সী কন্যাশিশু মেহের মণিকেও ওই পানি পান করান তিনি। 


শনিবার (২৫ মার্চ) সকালে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে ভর্তির প্রায় দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। 


ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি জানান, ব্যাটারির পানি পান করে এক গৃহবধূ ও শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।