শ্রীনগর বাজারে ৫ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৬শে মার্চ ২০২৩


শ্রীনগর বাজারে ৫ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমাণ

শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


শনিবার (২৫ মার্চ) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী ভ্রাম্যমাণ অভিযানের নের্তৃত্ব দেন। শ্রীনগর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য সামগ্রীর অতিরিক্ত দাম ও মূল্য তালিকা না রাখার অপরাধে ৫ দোকানীকে আর্থিক জরিমানা করেন। 


নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান, উপজেলায় বিভিন্ন হাটবাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, কৃষি অফিসার শান্তনা রানী, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি, শ্রীনগর (সদর) ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামসহ শ্রীনগর থানা পুলিশ সদস্য ও আনসার সদস্য বৃন্দ।