ভাঙ্গায় ৯ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৯ পূর্বাহ্ন, ২৬শে মার্চ ২০২৩


ভাঙ্গায় ৯ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড
ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ভাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।


শনিবার (২৫ মার্চ) দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।


এ সময় মেয়াদোত্তীর্ণ খেজুর, শুকনো খাবার, ধার্য মূল্যের অতিরিক্ত দামে সয়াবিন তেল, চিনি, মসুর ডালসহ অন্যান্য পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮,৫১ ও ৫৩ ধারায় মোট ০৯টি মামলায় ৩২,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়।


ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মাহমুদুল হাসান বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং নিয়মিত করা হবে ।