ইবিতে মহান স্বাধীনতা দিবস পালিত
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত হয়েছে।
রবিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এসময় তাদের সাথে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান উপস্থিত ছিলেন।
এছাড়াও এসময় প্রভোস্টরা স্ব স্ব হলে পতাকা উত্তোলণ করেন। পতাকা উত্তোলন পর্ব শেষে বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর প্রশাসনভবন চত্বর থেকে উপাচার্যের নের্তৃত্বে শোভাযাত্রা বের হয়।
এসময় শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে সমবেত হয়। এসময় সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে যথাক্রমে শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটিসহ অন্যান্য সাংবাদিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাদের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে এবং হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৫ মার্চ রাত ৯ টা হতে ৯টা ১ মিনিট পর্যন্ত (১ মিনিট) ক্যাম্পাস প্রতীকী ব্ল্যাক-আউট করা হয়। এছাড়া গণহত্যায় নিহত ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনখানি অনুষ্ঠিত হয়।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কুয়েট ভিসির অপসারণ চেয়ে জাবি শিক্ষার্থীদের আমরণ অনশন

শত প্রতিকূলতা পেরিয়ে স্বপ্ন ছোঁয়ার গল্প উচ্চশিক্ষার আশায় আল রোবার অদম্য লড়াই

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের আমরন অনশণ

কুয়েট ভিসির অপসারণ না হলে অনশনে বসবেন জাবির শিক্ষার্থীরা
