চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৩


চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

হবিগঞ্জের চুনারুঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উদযাপন করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি উদ্বোধন করা হয়। সূর্য্যদয়ের সাথে সাথে শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 


এই দিবস উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ৫৭১ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলা মিলনায়তনে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।  


সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফর, আব্দুস সামাদ, ফয়জুল হক তরফদার, আব্দুল খালেক, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দাস, আবদুস সামাদ মাস্টার, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র রায়।