শ্রীনগরে ইউনিয়ন পরিষদে চুরি
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৩ পূর্বাহ্ন, ২৮শে মার্চ ২০২৩
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও তথ্য প্রযুক্তি কেন্দ্রসহ একাধিক কক্ষে চুরির ঘটনা ঘটেছে।
এসব কক্ষের জানালার গ্রিল কেটে ও তালা ভেঙে সংঘবদ্ধ চোরের দল ভিতরে প্রবেশ করে নগদ টাকা, ল্যাপটপ ও সিসি ক্যামেরার কন্ট্রোলবক্স নিয়ে যায়। গত শনিবার দিবাগত গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াছ জানান, চোরের দল ইউপি সচিবের কক্ষের তালা ভেঙে আলমারিতে থাকা নগদ ২৫ হাজার টাকা, ১টি ল্যাপটপ ও উদ্যোক্তার কক্ষ থেকে প্রায় ৩৫ হাজার টাকা, ডিভাইস এবং চেয়ারম্যানের কক্ষের জানালার গ্রিল কেটে সিসি ক্যামেরার কন্ট্রোলবক্স নিয়ে যায়।
বাড়ৈখালী ইউপি সচিব মো. ইমরান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, আভিযোগ পেয়েছি। তদন্ত চলমান আছে।