ট্রেনে ওঠার সময় পা পিছলে প্রাণ গেল নারীর


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৮শে মার্চ ২০২৩


ট্রেনে ওঠার সময় পা পিছলে প্রাণ গেল নারীর
ফাইল ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ের স্টেশনের ৩  নম্বর লাইনে ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে এক নারী মারা গেছেন।


সোমবার (২৭ মার্চ) রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৫টায় এ ঘটনা ঘটে।


নিহত মুর্শেদা বেগম (৪৫)  উপজেলার পুরাতন ডাকাতিয়াপাড়ার মুকসেদ আলীর মেয়ে।


নিহতের মুর্শেদার বড় ভাই জানান, দীর্ঘদিন ধরে আমার বোন মুর্শেদা অসুস্থ ছিলেন। সোমবার সকালে চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ স্টেশন থেকে কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার সময় দৌড়ে উঠতে যান তিনি। পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মুর্শেদা।


এএসআই হোসেন জানিয়েছেন, সোমবার সকালে ট্রেনে উঠতে গিয়ে মুর্শেদা কাটা পড়ে মারা যান।