কেজিতে ১০০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৮ পূর্বাহ্ন, ২৯শে মার্চ ২০২৩


কেজিতে ১০০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম
ব্রয়লার মুরগি। ফাইল ছবি

ব্রয়লার মুরগিতে কেজিতে ৮০ থেকে ৯০ টাকা কমে এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পোলট্রি খাতের শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৯০-১৯৫ টাকা নির্ধারণের পরেই এমন নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে বাজারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর বেশ কয়েকটি বাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা দরে।


ব্যবসায়ীরা জানান, করপোরেট কোম্পানিগুলো দাম কমিয়ে দেওয়ার কারণে প্রান্তিক খামারে মুরগির দাম আরও বেশি কমেছে। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, এ দাম আরও কমতে পারে বলেও জানান তারা।


মুরগি বিক্রেতা আবদুল কাদের মোল্লা বলেন, সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পর থেকে মুরগির দাম কমছে। দুই-একদিনের মধ্যে দাম আরও কমতে পারে।


এদিকে ব্রয়লার মুরগির নিম্নমুখী দামের কারণে সোনালি মুরগির দামও কিছুটা কমেছে। বর্তমানে সোনালি মুরগি প্রতি কেজি ৩৫০ থেকে ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।