বাংলাদেশ সীমান্ত থেকে নেপালি নাগরিক আটক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:০১ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৩


বাংলাদেশ সীমান্ত থেকে নেপালি নাগরিক আটক
অম্বর থাপা বুরা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্ত থেকে সন্দেহজনক ঘুরাঘুরির সময় নেপালি এক নাগরিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। 


মঙ্গলবার বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা এলাকার আমতলী মাঠ থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা।


আটক অম্বর থাপা বুরা (২৪) নেপালের কর্ণালী প্রদেশের যাযার কোর্ট  জেলার জ্ঞান গোগি গ্রামের বাসিন্দা দর্জিদ বুড়া থাপার ছেলে।


বিজিবির বরাতে টান্টু সাহা বলেন, মঙ্গলবার বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা সীমান্ত পিলার ৪৪ নম্বর পিলারের ১ নম্বর ১-এস পয়েন্ট থেকে আনুমানিক ১ কিলোমিটার পশ্চিমে এবং চাকঢালা বিওপি থেকে আনুমানিক আড়াই কিলোমিটার দক্ষিন-পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে বিজিবির সদস্যরা। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি সদস্যরা তাকে আটক করে।


বিজিবি জানিয়েছে, আটক পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নেপালি নাগরিক বলে পরিচয় দিলেও কোন পাসপোর্ট পাওয়া যায়নি। তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে। পরে সন্ধ্যায় নেপালি ওই নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর করেছে। "


এ ঘটনায় রাতে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।