উখিয়ায় পাহাড়ের মাটি ধসে ৩ রোহিঙ্গা শ্রমিক নিহত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:২৮ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৩
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে ৩ জন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (২৯ মার্চ) ভোরে উখিয়া সদরের মুহুরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১ টা) উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস, বনবিভাগ, পুলিশ সহ সংশ্লিষ্টরা।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গোপনে পাহাড় কাটার জন্য রোহিঙ্গা শ্রমিকদের ব্যবহার করছে একটি চক্র। পাহাড় কর্তনের সময় মাটি ধসে এসেছে মাটি চাপা পড়ে কয়েকজন শ্রমিক। খবর পেয়ে পুলিশ, ফায়াস সার্ভিস ও বন বিভাগ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। এ পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কেউ আছে কি না দেখা হচ্ছে। ঘটনার পর থেকে পাহাড় কাটায় জড়িতরা আত্মগোপনে রয়েছে। ফলে আর কেউ নিখোঁজ আছে কি না জানা যাচ্ছে না। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাও ঘটনাস্থলে রয়েছেন।
ওসি জানান, নিহতরা রোহিঙ্গা বলে নিশ্চিত হওয়া গেছে। এদের নাম পরিচয় পরে জানানো হবে।