ফেনীতে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পাচ্ছে ৪২৬ শিক্ষার্থী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৩ পূর্বাহ্ন, ৩০শে মার্চ ২০২৩
ফেনী সদর উপজেলার মাধ্যমিক ও সমমানের শিক্ষালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্ৰ শীল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এ.এম. খালেদ সারোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেট সমূহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। সেই আলোকে ফেনী সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী ৪২৬ জন শিক্ষার্থীর মাঝে উপজেলা পরিসংখ্যান বিভাগের পৃষ্ঠপোষকতায় এ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।
আরএক্স/