ধামরাইয়ে ইফতার মাহফিলে পুলিশের বাঁধা, রোজাদারদের ক্ষোভ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৬ পূর্বাহ্ন, ৩০শে মার্চ ২০২৩


ধামরাইয়ে ইফতার মাহফিলে পুলিশের বাঁধা, রোজাদারদের ক্ষোভ
ছবি: জনবাণী

ঢাকার ধামরাইয়ে থানার অনুমতি ছাড়া বিএনপির ইফতার মাহফিলের আয়োজন করায় বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে হাজারও ধর্মপ্রাণ মুসলমান ও বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।


বুধবার (২৯ মার্চ) সাড়ে পাঁচটার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর এলাকার ঈদগাহ মাঠে আয়োজিত এই ইফতার মাহফিল বন্ধ করে দেওয়া হয়।


যাদবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদশা বলেন, আমাদের এলাকাসহ আশেপাশের এলাকার রোজাদার ব্যক্তিদের ইফতার করাতে ইফতার মাহফিলের আয়োজন করি। অনেক রোজাদার ব্যাক্তি ইফতার মাহফিলে আসলেও পুলিশ ইফতার মাহফিল বন্ধ করে দেয়।


কি কারণে ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে এমন প্রশ্নের জবাবে বাদশা বলেন আমরা থানায় থেকে অনুমতি নেয়নি তাই বন্ধ করে দিয়েছে।


ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন- যাদবপুর এলাকায় বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ইফতার মাহফিলের অনুমতি না নেয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র  সহ-সভাপতি ফরহাদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান উজ্জ্বল, যাদবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নবিউল্লাহ, যাদবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদশা, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এসএম আনিসুর রহমান, ছাত্রদলের সদস্য সচিব পদপ্রার্থী মো. রুবেল হোসেন পল্লব, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিন প্রমুখ।