কৃষকের গরু ছাগলসহ পুড়ে ছাই, বিমান প্রতিমন্ত্রীর পরিদর্শন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৩


কৃষকের গরু ছাগলসহ পুড়ে ছাই, বিমান প্রতিমন্ত্রীর পরিদর্শন
বিমান প্রতিমন্ত্রীর পরিদর্শন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৮ নম্বর সাটিয়াজুরী ইউপির সুন্দরপুর গ্রামের দরিদ্র কৃষক জালাল মিয়ার বসতঘরে আগুন লেগে গরু ছাগলসহ ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। 


জানা গেছে, মঙ্গলবার (২৮ মার্চ) মশার কয়েল থেকে আগুন যায় তার গোয়াল ঘরে, কৃষক জালাল মিয়া সেহেরি খাবার সময়ের আগ মুহূর্তে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরে আগুন জ্বলছে। 


তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে ঘরে থাকা ব্যবহারের জিনিসপত্রসহ চার গরু, চার ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এমন অবস্থায় কৃষক পরিবার নিঃস্ব হয়ে পড়ে। 


বুধবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলী। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, স্থানীয় চেয়ারম্যান মো. আব্দাদুর রহমান প্রমূখ। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, কৃষক পরিবারকে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী দেয়া হয়। ঘর নির্মাণের জন্য সরকারী ভাবে ঢেউটিনের ব্যবস্থা করে দেয়া হবে।


আরএক্স/