গোপালগঞ্জে রাম চন্দ্রের জন্মদিনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় সভা অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৪ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৩


গোপালগঞ্জে রাম চন্দ্রের জন্মদিনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় সভা অনুষ্ঠিত
রাম চন্দ্রের জন্মদিনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

শ্রী বিষ্ণুর সপ্তম অবতার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রাম চন্দ্রের শুভ জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১২ টার দিকে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।


শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোহাটা বটতলা কালীবাড়িতে গিয়ে শেষ হয়। পরে সনাতনী ধর্ম অনুসারী হাজারো ভক্তের উপস্থিতিতে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ হিন্দু মহাজোট গোপালগঞ্জ শাখার সভাপতি শ্রী বিল্লু মঙ্গল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ধর্মীয় সভায় শ্রীমান লিটন মজুমদার, জাতীয় মহিলা দলের ক্রিকেটার লীলি রাণী বিশ্বাস এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের আইসিটি বিষয়ক উপদেষ্টা সমীর মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।


ধর্মীয় সভা শেষে উপস্থিত সকল সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।