দেশ ও জাতির ধর্ম বর্ন নির্বিশেষে সুখ সমৃদ্ধি কামনা করছি: ভদন্ত পামোক্ষা মহাথেরো
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৯ পূর্বাহ্ন, ১লা এপ্রিল ২০২৩
শুক্রবার সকালে (৩১মার্চ)নানিয়ারচর উপর পুলিপাড়া মৈত্রী বিহারের মহা সংঘদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
পুজনীয় ভদন্ত পামোক্ষা মহাথেরো,ভদন্ত কুন্ডলা মহাথেরো,ভদন্ত ইন্দাচারিয়া মহাথেরো,ভদন্ত ক্ষেমাসারা মহাথেরো,ভদন্ত সুজাতা থেরোর উপস্থিতে ইহকাল ও পরকালে সুখ সমৃদ্ধি কামনায় বুদ্ধমূর্তি দান,সংঘ দান,অষ্টপরিষ্কার দান,কল্পতরু দান,পিন্ডদান,প্রবজ্যা উপসম্পাদনা গ্রহন সম্পূর্ণ হয়েছে।
বুড়িঘাট উপর পুলিপাড়া মারমা সমাজের আয়োজন কমিটির সভাপতি পাইসাপ্রু রোয়াজার সভাপতিত্বে উথোয়চিং মারমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার(এমপি)এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ত্রিদীব কান্তী দাশ,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সদস্য ম্রাগ্য মারমা ,নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার,সাধারন সম্পাদক ইলিপন চাকমা,অফিসার ইনচার্জ সুজন হালদার,অ্যাডভোকেট মামুন ভূইঁয়া,নানিয়ারচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নাজমুল হোসেন রনি,দপ্তর সম্পাদক তুফান চাকমা,ঘিলাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জীবন্ত চাকমা সহ উপর পুলিপাড়া,মধ্যমপুলি,তংতুল্যা পাড়ার এলাকার দায়ক- দায়িকাবৃন্দ।
বক্তব্যে ভদন্ত পামোক্ষা মহাথেরো সকলের উদ্দেশ্য বিশেষ প্রার্থনা পাঠ করে বলেন,প্রাণী হত্যা মহা পাপ,দেশ ও জাতীর ধর্ম বর্ন নির্বিশেষে সুখ সমৃদ্ধি কামনা করছি,বুদ্ধ বলেছেন সকলকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে,অহিংসা পরম ধর্ম,জগতের সকল প্রাণী সুখী হউক।
পূর্ণ অনুষ্ঠান বক্তব্যে প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন,পাহাড়ে সকল ধর্মের লোকের বসবাস করে আসছে ,চাকমা,মারমা,ত্রিপুরা,বম,লুসাই,ক্ষুদ্রনৃগোষ্ঠীর সকল সম্প্রদায়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গামাটিতে কাজ করে যাচ্ছে, আমারা রাঙ্গামাটিতে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে আসছি,বাংলাদেশ আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাস করে,গতকয়েক বছর আগে এই এলাকার কি পরিস্থিতি ছিল, আপনারা সকলে দেখেছেন, কোন উন্নয়ন ছিল না,আজ এ এলাকায় উন্নয়নের জোয়ার বইছে,রাস্তা হয়েছে,বিদ্যুৎ এসেছে,নেটওয়ার্ক এসেছে সুতরাং বাংলাদেশ আওয়ামীলীগের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান করছি।
এই মহা পূর্ণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইলিপন চাকমা এবং পূজাপাঠ করেন থুইমাপ্রু মারমা।
এসময় স্থানীয়দের মাঝে বিনামুল্যে মারমা স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ব্লাডগ্রুপ পরীক্ষা কর্মসূচি পালন করা হয়েছে।
এছাড়া সন্ধ্যাকালিন সময়ে পাহাড়ি বাঙালির ভাতৃত্ব স্থাপনের তাগিদে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের ব্যবস্থা করা হয়েছে ।