Logo

ভোলার চরফ্যাশনে ১২ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২ এপ্রিল, ২০২৩, ০৭:৩৯
30Shares
ভোলার চরফ্যাশনে ১২ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় মো. হাসনাইন (১২) নামে এক শিশুর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

ভোলার চরফ্যাশন উপজেলায় মো. হাসনাইন (১২) নামে এক শিশুর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার দুলার হাট থানা সংলগ্ন নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুলার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

হাসনাইন ওই ওয়ার্ডের মো. শাহাবুদ্দিনের ছেলে এবং দুলার হাট মহিলা দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হাসনাইনের ছোট ভাই ইয়ামিনের সঙ্গে তার টুনটুনি পাখির বাসা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এসময় তার মা তাকে শাষণ করেন। এর কিছুক্ষণ পরেই ইয়ামিন দেখতে পান তাদের বসতঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে হাসনাইন ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দুলার হাট থানায় নিয়ে যায়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD