ভাঙ্গায় অর্ধ গলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:১৪ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩
ফরিদপুরের ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদ থেকে অর্ধ গলিত এক অজ্ঞাত ব্যক্তির (৫৫)লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে অর্ধ গলিত অজ্ঞাত ঐ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার নদীর স্রোতে একটি লাশ ভেসে আসে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার ঘাটে। পরবর্তীতে স্থানীয়রা সরকারের জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশ খবর দেয় । পরবর্তীতে ভাঙ্গা থানা পুলিশ আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাঙ্গা থানার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকায় ভাসমান অবস্থায় আড়িয়াল খাঁ নদে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছি। লাশের অবস্থা ভালো নয়। মুখ দেখে লাশ শনাক্ত করার উপায় নেই। পরে ফরিদপুরের নৌ পুলিশকে খবর দিলে তারা লাশের হাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেছে।এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএক্স/