প্রকৃতি কি নীলা চৈত্রের ভোরে শীতের কুয়াশা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩
প্রকৃতি কি নীলা চৈত্রের ভোরে শীতের কুয়াশা বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী আজ ১৯ চৈত্র। এখন পখর গরমে মাঠঘাট চৌতির হয়ে যাওয়ার কথা। ঠিক এই সময়েই সকাল সাড়ে ৬ টা অবধি কুয়াশা চাদরে ডাকা পড়েছিল সড়ক মহাসড়ক, শীত অনুভূত হচ্ছে জনপদে।
কিন্তু চৈত্রের দ্বিতীয় সপ্তাহে যেন হঠাৎই খেয়ালি হয়ে উঠছে গাজীপুর জেলার শ্রীপুরের প্রকৃতি। এ সময় কেউ কোনো দিন কুয়াশা না দেখলেও ব্যাতিক্রমী সেই চিত্র সবাই দেখেছে আজ।
রবিবার (২ এপ্রিল) ভোর ঢেকে গিয়েছিল ঘন কুয়াশার চাদরে।গাজীপুরের শ্রীপুর। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১০ মিনিটে।কিন্তু ঘন কুয়াশার প্রলেপে সেই সূর্যের মুখ দেখা যায়নি। ভোরে সূর্যোদয়ের পর পরই ঘন কুয়াশায় আবারও ঢেকে যায় সবুজ প্রকৃতি। ভোর সাড়ে ৬টা পর্যন্ত সূর্যের মুখ দেখতে পাননি ।
কয়েক দিন থেকে অব্যাহতভাবে তাপমাত্রা বাড়ার পর বৃষ্টি ঝরেছে গত দুই দিন আগে। এরপরই হঠাৎ প্রকৃতির এমন আকস্মিক পরিবর্তন দেখে তাই সবাই হচকচিত! সচারাচর এমনটি হওয়ার কথা নয়।
আবহাওয়া অফিস বলছে, এবছর অনেকটা আগেভাগেই বিদায় নিয়েছে শীত। ফাল্গুনের আগেই সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ওপরে উঠে গেছে। এই গ্রীষ্মের শুরুতে শ্রীপুরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ইতোমধ্যে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
এদিকে, তীব্র তাপদাহের পর ভোরের এমন স্নিগ্ধ কুয়াশায় মন ভুলেছে অনেকের। পবিত্র রমজান মাসে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় অনেকেই তৃপ্তি ও প্রশান্তি নিয়ে প্রাতভ্রমণ সেরেছেন। মন খুলে হেঁটেছেন। নাতিশীতোষ্ণ আবহাওয়া সকলের মন জুড়িয়ে দিচ্ছে গরম অস্বস্তিতে থাকা মানুষগুলোকে।
তবে এমন কুয়াশা লিচুর মুকুল ও গুটির জন্য ক্ষতিকর , উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।