Logo

জলঢাকায় ৩০ জন রোগীকে প্রধানমন্ত্রীর আর্থিক চেক বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
৩ এপ্রিল, ২০২৩, ১২:৪৯
13Shares
জলঢাকায় ৩০ জন রোগীকে প্রধানমন্ত্রীর আর্থিক চেক বিতরণ
ছবি: সংগৃহীত

নীলফামারীর জলঢাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক

বিজ্ঞাপন

নীলফামারীর জলঢাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর দেয়া নগদ ৫০ হাজার টাকা করে ৩০টি পরিবারকে মোট ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম।

রবিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ ভবন চত্বরে এসব চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার, অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সাংবাদিক বৃন্দ প্রমূখ।

বিজ্ঞাপন

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নয়ন করা হয়েছে। তিনি মানুষের মৌলিক চাহিদা পূরণ করছেন এবং দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সেই সাথে প্রতি বছরে ২বার করে এ আর্থিক চেক বিতরণ করা হয়। তবে সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD