লিফটের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:০১ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩


লিফটের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের লিফটের জন্য তৈরি করা গর্তে জমে থাকা পানিতে পড়ে ফাতেমা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।


রবিবার (২ এপ্রিল) আশুলিয়ার পানধোয়া এলাকার রোজ কনস্ট্রাকশন হোমস লিমিটেড নামক একটি ভবনে এ ঘটনা ঘটে।


নিহত শিশু ফাতেমা পানধোয়া এলাকার মৃত মো. ফিরোজের মেয়ে। সে নানা নুরুল ইসলামের বাড়িতে মায়ের সঙ্গে থাকতো।


প্রত্যক্ষদর্শী মো. নজরুল ইসলাম জানান, ভবনটির ছাদ ঢালাই হলেও এর চারপাশ খোলা এবং লিফটের জন্য গভীর গর্ত খোঁড়া হলেও সেটি অরক্ষিত ছিল। গত কয়েক দিনের বৃষ্টিতে ওই গর্তে পানি জমেছিল। শিশু ফাতেমা ওই ভবনের নিচে খেলা করার সময় হঠাৎ অসাবধানতাবশত গর্তের মধ্যে পড়ে যায়। 


আশুলিয়া থানার এসআই আব্দুল মালেক বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নির্মাণধীন ভবনের লিফটের গর্তের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।