শ্রীপুরে ৩০টি বসত ঘর আগুনে পুড়ে ভস্মীভূত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শ্রীপুরে ৩০টি বসত ঘর আগুনে পুড়ে ভস্মীভূত

গাজীপুরের শ্রীপুরে ৩০টি বসত ঘর  আগুন পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার( ১৪ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে উপজেলার মুলাইদ গ্রামে একতা স্পিনিং মিলস এর পাশে আব্দুল বাতেন সরকার এর বাসায় আগুন লাগার ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দুটি ইউনিট এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টিনশিডের ৩০টি রুমসহ রুমে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

এসএ/