ধামরাইয়ে আকসির নগর প্রকল্পের বালু অপসারণের আদেশ প্রশাসনের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৩ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩


ধামরাইয়ে আকসির নগর প্রকল্পের বালু অপসারণের আদেশ প্রশাসনের
আকসির নগর হাউজিং প্রকল্প। ছবি: জনবাণী

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে উঠা আকসির নগর হাউজিং প্রকল্পের ভরাটকৃত বালু অপসারণের আদেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।


মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার।


এর আগে, সোমবার (৩ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মোহাম্মদ হাই জকী এক পরিপত্র জারি করেন।


সূত্রে জানা যায়, উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকার কৃষি জমিতে অবৈধভাবে গড়ে উঠা হাউজিং প্রকল্পটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই গড়ে উঠে। ওই এলাকার কৃষকদের অভিযোগ আবাসন প্রকল্পের এমডি তৌহিদুল ইসলাম কিছু জমি ক্রয় করে। পরে ক্রয়কৃত জমি ছাড়াও কৃষকদের অনেক জমি জোরপূর্বক দখল করে নেয়।


উপজেলা প্রশাসন সূত্র জানায়, কৃষি জমি বালু দ্বারা ভরাট করায় ওই জমিতে কৃষকরা কৃষি কাজ করতে পারছে না। এছাড়াও আকসির নগর মালিকানাধীন জমির পূর্বানুমতি ছাড়াই কৃষি জমির শ্রেণী পরিবর্তন করেছেন।


উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মোহাম্মদ হাই জকী বলেন, আকসির নগর হাউজিং প্রকল্পটি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গড়ে তোলে। পরে কৃষি জমিতে বালু দ্বারা ভরাট করা হয়। যার ফলে ওই এলাকার কৃষকদের কৃষি কাজ ব্যাহত হচ্ছে। আগামী ৩০দিনের মধ্যে ভরাটকৃত বালু অপসারণের জন্য আদেশ দেয়া হয়েছে।


তিনি আরও বলেন, আদেশ অবমাননা করলে সরকারি ভাবে ভরাটকৃত কৃষি জমির বালু অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হবে।