ন্যাটোতে যোগ দিল ফিনল্যান্ড


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩


ন্যাটোতে যোগ দিল ফিনল্যান্ড
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মধ্যে সামরিক জোট ন্যাটোতো আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইউরোপের সপ্তম বৃহত্তম দেশ ফিনল্যান্ড।


মঙ্গলবার (৪ এপ্রিল) দেশটি ন্যাটোতে যোগ দেয়। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 


৩১তম সদস্য হিসেবে এই নিরাপত্তা জোটে যোগ দিয়েছে দেশটি। ফিনল্যান্ডের প্রতিবেশী দেশ সুইডেনও আগামী কয়েক মাসের মধ্যে ন্যাটোতে যোগ দিতে পারে বলে আশা প্রকাশ করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। 


এদিন বিকেলে ন্যাটো সদরদফতরে প্রথমবারের মতো ফিনিশ পতাকা উত্তোলন করা হয়। ফিনল্যান্ডের সদস্যপদ অনুমোদনকারী সর্বশেষ দেশ তুরস্ক। দেশটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে অফিসিয়াল বার্তা হস্তান্তর করে।


ব্রাসেলসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, বলার লোভ সামলাতে পারছি না যে, আমরা জনাব পুতিনকে ধন্যবাদ জানাতে পারি। রাশিয়ার আগ্রাসনের কারণে ‘অনেক দেশ মনে করেছে যে, তাদের আরও কিছু করতে হবে’। তাদের নিজস্ব প্রতিরক্ষার দিকে নজর দিতে হবে বলে মনে করেছে যাতে, ভবিষ্যতে সম্ভাব্য রাশিয়ান আগ্রাসনকে প্রতিহত করতে পারে।