চট্টগ্রামে টিসিবির গোডাউনে ভয়াবহ আগুন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৬ পিএম, ৬ই এপ্রিল ২০২৩

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ট্রেডিং করপোরেশন (টিসিবি) পণ্যের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আগুন কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে থানার বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হালিম। তিনি বলেন, টিসিবির পণ্যের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান আছে।