ঘুষের টাকাসহ শরিয়তপুরের বিসিকের উপব্যবস্থাপক গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৩


ঘুষের টাকাসহ শরিয়তপুরের বিসিকের উপব্যবস্থাপক গ্রেফতার
ঘুষের টাকাসহ বিসিক শরিয়তপুরের উপ-ব্যবস্থাপক মনির হোসেনকে হাতেনাতে গ্রেফতার। ছবি: সংগৃহীত

ঘুষের টাকাসহ বিসিক শরিয়তপুরের উপ-ব্যবস্থাপক মনির হোসেনকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।


বৃহস্পতিবার (৬ এপ্রিল) তার নিজ কার্যালয় থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 


দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেন, বিসিক শিল্পনগরী শরীয়তপুরের মেসার্স ঢালী মিনারেল ওয়াটারের নাম ও উপখাত পরিবর্তনের জন্য আবেদনটি বিসিক চেয়ারম্যানের অফিসে পাঠানোর করার জন্য অনৈতিকভাবে উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন ১ লাখ ২৫ হাজার টাকার ঘুষ দাবি করেন। দাবি করা ঘুষের ৫০ হাজার টাকা গ্রহণের সময় হাতেনাতে গ্রেফতার করে।


দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। মাদারীপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান তদারকিকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।